পৃষ্ঠাসমূহ

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

অনুযোগ

যদি চলতে পথে তোমার পায়ে কাঁটা ফোটে কভু,
কে তোমার ওই কাঁটা সরায়, আমি নাকি প্রভূ?
ঠোঁটে তোমার কষ্ট-রেখা ফুটে ওঠে যখন,
আলতো করে হাত বুলিয়ে আমি-ই ধরি তখন।
অশ্রু ধারা যখন ঝরে কাঁদে তোমার মন,
হাত বাড়িয়ে বুকে টেনে আমি-ই নিই তখন।
হাজার যন্ত্রণাতে যখন কাতর থাকো তুমি,
দিবা-নিশি পাশে থাকি কাছে টানি চুমি।
হরেক রকম মন ভোলানো গল্প বলে যাই,
সদা সুখে থাকো তুমি এই তো আমি চাই।
কভু তোমার কাছে আমি চাইনা প্রতিদান,
শুধু আমায় যেওনা ভুলে করোনা অপমান।

২টি মন্তব্য:

  1. মামুন ভাই, খুব ভালো কবিতা লেখেন তো। আমি তো আগে জানতাম না।

    উত্তরমুছুন
  2. অনেক ধন্যবাদ মাসুদ ভাই। লেখালেখি করি ছোটবেলা থেকে। তবে হ্যাঁ, একটু নিরবেই করি আরকি।

    উত্তরমুছুন