পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪

প্রাপ্তি

তোমার যত কষ্টে আমি ফেলেছি চোখের জল
ততই আমায় করেছ আঘাত হয়েছি টলমল।
একটি বারও কাছে টেনে দাওনি এ চোখ মুছে
তোমার মুখে দেখলে হাসি গিয়েছে ব্যথা ঘুচে।
কাঁতর হয়েছি চোখের পানি মুছেছি আমি নিজে
পারিনি বলতে একটি বারও ভালোবাসতাম কিযে।
আমার বুকে রাখতে মাথা বুলিয়ে দিতাম হাত
কতনা তোমায় শুনিয়েছি গান জেগেছি সারা রাত।
আঘাত দিয়েছ হৃদয় ভেঙ্গেছ করিনিতো প্রতিবাদ
ফুলের বদলে দিয়েছ কাঁটা করেছ বরবাদ।

অক্টোবর, ২০১৪

মহররম



নবজাতকের রক্তে সিক্ত হচ্ছে আরব গাজা।
বলতে পারো দুধ-শিশুরা পাচ্ছে কিসের সাজা?
উদয়াস্ত এদিক সেদিক ছুট্‌ছে গোলা তাজা,
সব দেখেও নিশ্চুপ আছে কোন্ সে মহারাজা?

মহররমের দিনে কেন ডাক্‌তে খোদা-আল্লা,
কাঁপছে ভয়ে বোনটি আমার ছুটতেছে রামাল্লা?
ওদের কান্না শুনে কাঁপছে আল-আকছা-র পাল্লা,
আর কতবার মরবে ওরা ওগো রাসুলাল্লা?