সবার নিদ্রা ভাঙবে যখন
জেগে উঠবে বাংলাদেশ।
ফাঁসির কাষ্ঠে ঝুলাবো ওদের
আদালতের নিয়ে আদেশ।
জাগ্রত আজ বীর জনতা,
শাহবাগে রোজ বলছে কথা,
পৌছে দিল এই বারতা –
হয়নি তো সব শেষ।
আর কেঁদো না বাঙলা মা গো
ঘুচবো তোমার ক্লেশ।
কালিমা যা লেপ্টে ছিল
সর্ব অঙ্গে তোমার,
বেয়াল্লিশটি বছর পরে
নেই তো সুযোগ ক্ষমার।
অপরাধীরা শাস্তি পাবে,
দোসররা সব ভয়ে পালাবে,
প্রজন্ম আজ আলো জ্বালাবে
নতুন পথে চলার।
পূর্বাকাশে উঠবে সূর্য
ভাঙবে অন্ধকার।
তোমায় নিয়ে খেলছে যারা
ছিনিমিনি খেলা,
সাবধান করে দিচ্ছি তাদের –
অনেক হয়েছে বেলা।
তোদের ষড়যন্ত্রগুলো,
ভেস্তে যাবে হবে ধূলো,
দূর হ নিয়ে গুষ্টি গুলো,
দিয়েছি তোদের ম্যালা।
তোদের যেন না দেখি আর
দেশ বিরোধী ‘চ্যালা’।
নতুন বছর নতুন স্বপ্ন
নতুন দিনের শুরু।
কোন্ সে ভয়ে কাঁপছে তোমার
বুকটা দুরু দুরু?
মাগো তোমার ভয় কিসে আর?
জেগেছে দেখো জনতা তোমার,
প্রজন্ম আজ বলছে সবার
মনের কথা পুরো।
তোমার মুখের হাসি দেখে
নাচছে পক্ষী তরু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন