পৃষ্ঠাসমূহ

বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

বাস্তুহারা

করতে যদি পারতাম কিছু আজকে ওদের জন্য,
মানুষ হয়ে জন্ম আমার হতো বা বুঝি ধন্য।
প্রচন্ড এই শীতের মাঝে
পথের ধারে সকাল-সাঁঝে।
ব্যস্ত সবাই নিজের কাজে,
ওদের তরে কেউ দেখেনা।
মোদেরই মত মানব সন্তান নয় তো ওরা বন্য।

আছে যাদের কাড়ি কাড়ি অর্থ-কড়ি টাকা,
করুণা হয় তাদের জন্য, হৃদয় তাদের ফাঁকা।
পীজাহাট আর কেএফসিতে
যাচ্ছে তারা দিনে ও রাতে।
একটি টাকা কী খয়রাতে
যাচ্ছে তাদের বলো?
বিত্তহীনের রক্তে তাদের সুখের স্বর্গ আঁকা।

সবাই যদি দিত তাদের একটি টাকা করে,
ঘরহারা এই মানুষগুলো থাকতো নিজের ঘরে।
অন্ন থাকতো, বস্ত্র থাকতো
তারাও মনে স্বপ্ন আঁকতো।
খুশি তাদের ঘিরে রাখতো,
থাকতোনা হাত পেতে।
হতো না আর ভিক্ষা করতে ব্যস্ত পথের পরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন