কান্না বিহীন ভালবাসা অশ্রু বিহীন প্রেম,
প্রাণহীন এক ধরনীতে ছবি বিহীন ফ্রেম।
যে প্রেম কভু সয়না আঘাত হয়না বিষন্ন,
প্রেমের মজা পায়না সে জন এ নয় তার জন্য।
মিষ্টি মুখে মিষ্টি কথা কেবল পার্কে বসে?
মজনু যদি নাই বা হলো লাইলীর প্রেম-রসে,
প্রেম কী জিনিস বুঝবে সে জন কিসের লক্ষণ?
ছেলের হাতের মোয়া নয় প্রেম, ভাবো অণুক্ষণ।
কাঁদতে কাঁদতে পোহাবে রাতি, অস্ত যাবে রবি,
প্রেয়সী নিয়ে লিখবে কাব্য জাগবে নূতন কবি।
আঘাত সয়ে অশ্রু বেয়ে পড়বে ভাসবে বুক,
খাঁটি হবে প্রেম যে তখন আসবে তবে সুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন