সোনার ডানায় আকাশ পানে
মেলে দিলাম স্বপ্নগুলি
নরম মাটি পিছু টানে
উড়িয়ে হাওয়ায় ধূলোবালি।
পাহাড় টানে সাগর টানে
টানে চাঁদের জোছনা
স্রোতে ভেসে নৌকা টানে
ছুটে চলে মোহনা।
বাঁশির সুরে রাখাল টানে
হিজল গাছের ছায়ায় বসে
দুপুর রোদে কাশের বনে
টানে আমায় বিলের পাশে।
হাওয়ায় ভেসে মেঘের কোলে
আলো-ছায়ার লুকোচুরি,
পাহাড় টানে শীতল জলে
মাঠ পেরোনো স্বপ্ন-ঘুড়ি।
ঊষার কিরণ ছড়ায় দ্যুতি
শিশির ভেজা ধানের শীষে,
উড়ে বেড়ায় প্রজাপতি
রঙিন হয়ে ফুলের দেশে।
আঁধার রাতে আকাশ জুড়ে
হাজার তারার ঝিকিমিকি,
জ্যোৎস্না কেটে জোনাক উড়ে
আমি যে আর নই একাকী।
সবুজ বৃক্ষ টানে আমায়
আষ্টে-পৃষ্ঠে রাখে বেধে,
পুনর্জন্ম যদি গো হয়
এই মাটিতে আসব সেধে।
ফুলের দেশে পাখির দেশে
নিত্য করি আসা-যাওয়া,
জন্ম আমার বাংলাদেশে
এ যে আমার পরম পাওয়া।
ফুল-পাখিদের যাচ্ছি বলে
থেকো সুখে অনন্তকাল,
যদিবা আমি যাইগো চলে
মনে রেখ সন্ধ্যা-সকাল।
তাঁরার দেশে যাচ্ছি চলে
সকল মায়ার করে ত্যাগ,
শ্যামল ধরায় গেলাম ফেলে
বুকের মানিক ছোট্ট মেঘ।
* অকাল প্রয়াত সাংবাদিক-দম্পতি সাগর-রুনিকে উৎসর্গীকৃত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন