পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৪ জানুয়ারী, ২০০৯

সহচর

তোমার মুখপানে চেয়ে
বেঁচে থাকবো শতবর্ষ প্রায়।
অদম্য ঝঞ্জাবাত সয়ে যাব নিচলে।
দেবো গহীন জঙ্গল পাড়ি,
একাকী পথ- নিঃসঙ্গ।
শ্বাপদ-সংকুল পথ, পিশাচ চরাচর
ঘুরিছে চারিধারে মোর-
আমি পথ হেটে যাব একা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন