পৃথিবীর সমস্ত কাজ সাঙ্গ করে
আমরা বসেছি মুক্তার মালা গাঁথতে।
যে মালার সাথে এক হয়ে
বিনি সুতায় বাঁধা পড়ে দু'টি প্রাণ।
পূর্ণিমার চাঁদের সবটুকু আলো এসে
লুটোপুটি খাচ্ছে তোমার গায়ে।
আমি পাশে বসে তাই দেখি আর হাসি।
এ যেন এক অন্য ভূবন, অন্য জগৎ;
যেখানে কোন বাধা নেই,
যেখানে চাইলেই আমরা হেঁটে
যেতে পারি চিনের প্রাচির ধরে,
কিংবা মুহুর্তেই ঘুরে আসতে পারি
ভিক্টোরিয়া জলপ্রপাত
কিংবা কেনিয়ার গহীন বন।
এমন রাতে আমরা এক হয়ে
মিশে যাই আর মুক্তার দানার মত
মালা হয়ে রই কোন এক
অনাগত ভোরের আশায়।
মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১
বুধবার, ২০ এপ্রিল, ২০১১
পোকার রাজ্যে স্বাগতম
আমার চলার পথ
যা ধরে আমি ছুটে চলেছি
কিংবা ছুটে যাব
তা বড্ড বন্ধুর আর কণ্টকিত।
তাই খুব নিঃশব্দে আমার পথচলা,
পোকাদের মতো।
একটা পোকা যেমন খুব নিঃশব্দে উড়ে এস বসে
একটা ঘাসফুলে, ঠিক তেমনি আমি হেটে চলি
নিরবে।
আমি ভয় পাইনা অন্য কারো গ্রাস হওয়ার,
আমি ভয় পাইনা ডানা ভেঙ্গে মাটিতে পড়ে মৃত্যুর প্রহর গোনার।
কিন্তু আমার ভয় হয়,
যদি আমার পায়ের আওয়াজ শুনে ঘুম ভেঙ্গে
ভীত সণ্ত্রস্ত হয়ে জেগে উঠে কোন হুতুম-পেঁচা,
কিংবা ঘুম ভেঙ্গে যায় কোন সদ্যজাত প্রজাপতির,
কিংবা আমার আওয়াজ শুনে হঠাৎ করে উড়তে
গিয়ে কোন পোকা ধরা পরে মাকরশার মরনফাঁদে।
আমার ভয় হয়, তখন আমার ভয় হয়।
কারন তখন আমি বুঝতে পারি
আমার ডানা থাকলেও ডানা ভাঙ্গার জমাটবাধা কষ্ট এসে
ভর করে আমার কাঁধে।
মৃত্যুযণ্ত্রনার প্রতিটি মুহুর্তের শত কষ্ট বুকে চেপে
এমনি করেই আমার বিচরন, পোকাদের রাজ্যে।
বি.দ্রঃ এই কবিতার কিছু অংশ মল্লিকার সংযোজন করা
যা ধরে আমি ছুটে চলেছি
কিংবা ছুটে যাব
তা বড্ড বন্ধুর আর কণ্টকিত।
তাই খুব নিঃশব্দে আমার পথচলা,
পোকাদের মতো।
একটা পোকা যেমন খুব নিঃশব্দে উড়ে এস বসে
একটা ঘাসফুলে, ঠিক তেমনি আমি হেটে চলি
নিরবে।
আমি ভয় পাইনা অন্য কারো গ্রাস হওয়ার,
আমি ভয় পাইনা ডানা ভেঙ্গে মাটিতে পড়ে মৃত্যুর প্রহর গোনার।
কিন্তু আমার ভয় হয়,
যদি আমার পায়ের আওয়াজ শুনে ঘুম ভেঙ্গে
ভীত সণ্ত্রস্ত হয়ে জেগে উঠে কোন হুতুম-পেঁচা,
কিংবা ঘুম ভেঙ্গে যায় কোন সদ্যজাত প্রজাপতির,
কিংবা আমার আওয়াজ শুনে হঠাৎ করে উড়তে
গিয়ে কোন পোকা ধরা পরে মাকরশার মরনফাঁদে।
আমার ভয় হয়, তখন আমার ভয় হয়।
কারন তখন আমি বুঝতে পারি
আমার ডানা থাকলেও ডানা ভাঙ্গার জমাটবাধা কষ্ট এসে
ভর করে আমার কাঁধে।
মৃত্যুযণ্ত্রনার প্রতিটি মুহুর্তের শত কষ্ট বুকে চেপে
এমনি করেই আমার বিচরন, পোকাদের রাজ্যে।
বি.দ্রঃ এই কবিতার কিছু অংশ মল্লিকার সংযোজন করা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)