পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

কবিতা লেখা

মুখে আসে যা-তা ছাইপাশ লিখছি।
কবিতা কি করে লেখে তাই রোজ শিখছি।।
অক্ষর মিলে যদি মিলে না তো মাত্রা।
ঢাকা থেকে শুরু হলে চিনে করে যাত্রা।।
বেমালুম বেশুমার শব্দের ভজঘট।
লেখা চাই কবিতা মনে হলে ঝট্‌পট্‌।।
ছড়া যদি লিখি আমি পড়েনা তো বাবুরা।
কবিতার পাঠক হয় নরেন আর আবুরা।।
কেউ বলে বেশ্‌ বেশ্‌ লেখা যাও চালিয়ে।
লিখতে পারিনা রাতে আলোটাকে জ্বালিয়ে।।
মশা করে প্যান-প্যান মশা করে ত্যাক্ত।
ছুড়ে ফেলে খাতা বলি- লিখবনা ধ্যাৎ ত।।
কবি হয়ে লাভ নেই লাভ নেই কাব্যে।
কবিতা পড়েনা যারা তারা কি ভাব্‌বে??

বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

বাস্তুহারা

করতে যদি পারতাম কিছু আজকে ওদের জন্য,
মানুষ হয়ে জন্ম আমার হতো বা বুঝি ধন্য।
প্রচন্ড এই শীতের মাঝে
পথের ধারে সকাল-সাঁঝে।
ব্যস্ত সবাই নিজের কাজে,
ওদের তরে কেউ দেখেনা।
মোদেরই মত মানব সন্তান নয় তো ওরা বন্য।

আছে যাদের কাড়ি কাড়ি অর্থ-কড়ি টাকা,
করুণা হয় তাদের জন্য, হৃদয় তাদের ফাঁকা।
পীজাহাট আর কেএফসিতে
যাচ্ছে তারা দিনে ও রাতে।
একটি টাকা কী খয়রাতে
যাচ্ছে তাদের বলো?
বিত্তহীনের রক্তে তাদের সুখের স্বর্গ আঁকা।

সবাই যদি দিত তাদের একটি টাকা করে,
ঘরহারা এই মানুষগুলো থাকতো নিজের ঘরে।
অন্ন থাকতো, বস্ত্র থাকতো
তারাও মনে স্বপ্ন আঁকতো।
খুশি তাদের ঘিরে রাখতো,
থাকতোনা হাত পেতে।
হতো না আর ভিক্ষা করতে ব্যস্ত পথের পরে।

মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৩

সখা হে!

অন্দর থেকে         স্মিত হাসিমুখে
     দাঁড়াতে সামনে এসে।
চিত্ত যে মোর        নিত্য সে ঘোর
     থাকতো মোহাবেশে।।

উত্তর ঘরে          খোলা দুডোরে
     বসেছি আমরা দুজন।
করেছি কত         গল্প শত
     শুনেছি পাখির কূজন।।

নিদারুন জ্বালা       নিষ্ঠুর খেলা
     কাঁদাতো তোমায় যবে।
হাত বুলিয়ে         মন দুলিয়ে
     করেছি শান্ত তবে।।

তোমারি মত        আমারো কত
     না বলা কথার ডালি।
করে বিনিময়        কেটেছে যে ভয়
     হৃদয় হয়েছে খালি।।

তোমার সুজন        বন্ধু যখন
     থাকতো সুদূর দেশে।
পত্র শত           করেছি কত
     পারাপার আমি হেসে।।

হাসি-গানে ভরা      কাটিয়েছি মোরা
     কতনা সুখের দিন।
মনে পড়ে আজি      সুর উঠে বাজি
     হৃদয় তারের বীণ।।

ফেলে আসা সেই      দিন গুলোতেই
     ফিরে যেতে মন চায়।
আসবে না আর       ফিরে সে আবার
     সোনা দিনগুলি হায়!!

দূরে চলে গেছ       অচীন হয়েছ
     দেখতে যে মন চাহে।
দেবে কি দেখা       চাইছি চখা
     মোর প্রাণের সখা হে!!

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

প্রেম

কান্না বিহীন ভালবাসা অশ্রু বিহীন প্রেম,
প্রাণহীন এক ধরনীতে ছবি বিহীন ফ্রেম।
যে প্রেম কভু সয়না আঘাত হয়না বিষন্ন,
প্রেমের মজা পায়না সে জন এ নয় তার জন্য।
মিষ্টি মুখে মিষ্টি কথা কেবল পার্কে বসে?
মজনু যদি নাই বা হলো লাইলীর প্রেম-রসে,
প্রেম কী জিনিস বুঝবে সে জন কিসের লক্ষণ?
ছেলের হাতের মোয়া নয় প্রেম, ভাবো অণুক্ষণ।
কাঁদতে কাঁদতে পোহাবে রাতি, অস্ত যাবে রবি,
প্রেয়সী নিয়ে লিখবে কাব্য জাগবে নূতন কবি।
আঘাত সয়ে অশ্রু বেয়ে পড়বে ভাসবে বুক,
খাঁটি হবে প্রেম যে তখন আসবে তবে সুখ।