পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩

অনুতাপ

আজকে আমার সমাধীতে কেন ফুল হাতে তুমি বল?
মুখ খানি কেন বিরস তোমার আঁখি কেন ছলছল?
যেদিন তোমার ফুল চেয়েছি সকরুণ আঁখি মেলে,
অসহায় এই আমায় তুমি গিয়েছিলে পিছু ফেলে।
তোমার চলে যাওয়ার পথে,
চেয়ে থেকেছি সুদূর হতে,
ভেবেছি তুমি আসবে রথে,
                                 সব অভিমান ভুলে।
তোমার ফেরার আশায় আমার দিন ফুরায়ে গেল।
শেষ বিদায়ের যাত্রা দেখে কি সুখ পেলে বল?

1 টি মন্তব্য:

  1. ব্লগারদের স্বনির্বাাচিত সেরা কবিতা সঙ্কলন-২০১৪ তে প্রকাশিত হয়েছে।

    উত্তরমুছুন