পৃষ্ঠাসমূহ

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

প্রেম-২

যে তোমারে নিশি-দিন ভালবাসে গোপনে,
তুমি তারে ভুলেও কভু দেখনাতো স্বপনে।
তুমি যারে বাস ভাল মনো-প্রানো দিয়ে,
সে বুঝি গো ব্যস্ত এখন আরো কারে নিয়ে।
তোমার চোখের অশ্রু-ফোঁটা পায় না যে জন দেখিতে,
নিবোর্ধ সে, অন্ধ সে জন আঁখি দুটি থাকিতে।
তোমার তরে ফেলছে যে বা অশ্রু দিবা-নিশি,
তুমি কি গো দেবে মুছে একটি বার ও আসি?
যাহার তরে মরছো তুমি কষ্ট করছো ক্রয়,
কোন সে ভ্রমে রয়েছো পড়ে যে জন তোমার নয়?
যার অন্তরে রক্ত-ক্ষরণ তোমার প্রেমের লাগি,
তুমি তারে দেখলেনাতো একটি বারও জাগি
তোমায় ভালবেসে যে জন নিরবে যায় হারিয়ে,
ভুল করোনা রুখতে তারে বাহু দুখান বাড়িয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন