পৃষ্ঠাসমূহ

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

নষ্ট মানুষ

তোমাদের শত হাসি-খেলাতে
ছিলেম সারথী হয়ে।
ভুল বুঝে যদি দূরে দূরে রও,
অভিমানে যদি না কথা কও
মরণ যেন হয় গো আমার,
জীবন যায় যে ক্ষয়ে।
আর যেন গো না আসি ধরায়
কখনো মানুষ হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন