পৃষ্ঠাসমূহ

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

নষ্ট মানুষ

তোমাদের শত হাসি-খেলাতে
ছিলেম সারথী হয়ে।
ভুল বুঝে যদি দূরে দূরে রও,
অভিমানে যদি না কথা কও
মরণ যেন হয় গো আমার,
জীবন যায় যে ক্ষয়ে।
আর যেন গো না আসি ধরায়
কখনো মানুষ হয়ে।

শনিবার, ৩ আগস্ট, ২০১৩

আমাদের ঢাকা

দেখে-শুনে পথ চলি রাজধানী ঢাকাতে,
তবু কেন গাড়ীগুলো চলেনা যে ফাঁকাতে।
কোথা থেকে ছুটে এসে যেন মারে ধাক্কা,
একটু হলেই কেউ পেয়ে যাবে অক্কা।
পার হতে রাস্তায় দেখে নিও বাতিটা,
বাইকগুলো কেন এত করে কেরামতিটা।
জেব্রার ডোরা আঁকা ছিল আগে রাস্তায়,
ফুটব্রীজ ছাড়া লোকে পার হতো সস্তায়।
ফুটপাথে হকারেরা যেন বসে মেলাতে,
হাটা বড় দুষ্কর বাইকের ঠেলাতে।
কোথা থেকে উড়ে এসে খসে পড়ে ইট-কাঠ,
বেখেয়াল হলে পরে মারা যাবে নির্ঘাৎ।
গাদাগাদি করে বাসে প্রতিদিন যাত্রা,
সেই সাথে বাড়তেছে গরমের মাত্রা।
রাস্তাটা জুড়ে থাকে রিক্সা-ঠেলা-ভ্যান,
জ্যাম নিয়ে প্রণান্ত ট্রাফিক পুলিশ-ম্যান।
রিক্সায় চড় যদি ভাড়া নিও মিটিয়ে,
তানাহলে মেজাজটা দেবে শেষে চটিয়ে।
কেউ কেন মানে না যে ট্রাফিকের আইনটা,
যেখানে সেখানে ঝুলে বিলবোর্ড সাইনটা।
অনিয়ম এ শহরে যেন এক ক্যান্সার,
মুক্তির উপায়টা দেয়না কেউ এ্যানসার।
প্রাণের শহর তবু আমাদের ঢাকা ভাই,
মন খুলে কবিতায় সে কথাই বলে যাই।