পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৩

সখা হে!

অন্দর থেকে         স্মিত হাসিমুখে
     দাঁড়াতে সামনে এসে।
চিত্ত যে মোর        নিত্য সে ঘোর
     থাকতো মোহাবেশে।।

উত্তর ঘরে          খোলা দুডোরে
     বসেছি আমরা দুজন।
করেছি কত         গল্প শত
     শুনেছি পাখির কূজন।।

নিদারুন জ্বালা       নিষ্ঠুর খেলা
     কাঁদাতো তোমায় যবে।
হাত বুলিয়ে         মন দুলিয়ে
     করেছি শান্ত তবে।।

তোমারি মত        আমারো কত
     না বলা কথার ডালি।
করে বিনিময়        কেটেছে যে ভয়
     হৃদয় হয়েছে খালি।।

তোমার সুজন        বন্ধু যখন
     থাকতো সুদূর দেশে।
পত্র শত           করেছি কত
     পারাপার আমি হেসে।।

হাসি-গানে ভরা      কাটিয়েছি মোরা
     কতনা সুখের দিন।
মনে পড়ে আজি      সুর উঠে বাজি
     হৃদয় তারের বীণ।।

ফেলে আসা সেই      দিন গুলোতেই
     ফিরে যেতে মন চায়।
আসবে না আর       ফিরে সে আবার
     সোনা দিনগুলি হায়!!

দূরে চলে গেছ       অচীন হয়েছ
     দেখতে যে মন চাহে।
দেবে কি দেখা       চাইছি চখা
     মোর প্রাণের সখা হে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন