পৃষ্ঠাসমূহ

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

অযাচিত দুঃখ কিনি

জমানো শত সুখের দরে অযাচিত দুঃখ কিনি
খু্শির হাজারো মুহুর্তগুলো হাওয়ায় উড়ে যায় আপনি।

যারে আমি কাছে টানি ভালোবাসার হাত বাড়িয়ে
ফেরায় সে শূন্য হাতে আমা হতে মুখ ফিরিয়ে।

জমানো শত সুখের দরে অযাচিত দুঃখ কিনি
খু্শির হাজারো মুহুর্তগুলো হাওয়ায় উড়ে যায় আপনি।

মেঘের দেশে আকাশ পানে হাওয়ায় ভেসে উড়ে চলি
পিছু টানে কষ্টেরা সব সম্মুখে মোর অন্ধ গলি।

জমানো শত সুখের দরে অযাচিত দুঃখ কিনি
খু্শির হাজারো মুহুর্তগুলো হাওয়ায় উড়ে যায় আপনি।

আলোর আশায় জেগেছি একা অশেষ তিমির রাত্রি
জেনেছি আমার কেউ হবে না বৈরি পথের যাত্রী।

জমানো শত সুখের দরে অযাচিত দুঃখ কিনি
খু্শির হাজারো মুহুর্তগুলো হাওয়ায় উড়ে যায় আপনি।

অশ্রু আমার শুকিয়ে গেছে কাঁদিনা আর যখন তখন
কষ্ট-বাড়ীর আস্ফালনে ভুলেছি সব সুখের কথন।

জমানো শত সুখের দরে অযাচিত দুঃখ কিনি
খু্শির হাজারো মুহুর্তগুলো হাওয়ায় উড়ে যায় আপনি।