পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

প্রত্যয়

বুকের রক্ত         শুকিয়ে শক্ত
     হয়েছে পথের পর
আবালবৃদ্ধ          বনিতা সুদ্ধ
     মেরেছে, পুড়েছে ঘর।
সম্ভ্রম দিয়ে         ক্রন্দন নিয়ে
     ছেড়েছ দেশের মাটি,
তোমাদের (নারী)           শত আহাজারী
     করেছে এ দেশ খাঁটি।
কুকুরের চোখে       দাড়ি নিয়ে মুখে
     মেরেছে বাঙ্গালী যারা,
কী সাহসে হায়           আজকে হাঁকায়
     আল্লাহু আক্‌বার তারা?
করবো বিচার        শোন্‌ রাজাকার
     করবো কণ্ঠ রূদ্ধ,
ভাঙ্গবে যে নিদ       হাসবে শহীদ
     হবে বাঙলা শুদ্ধ।

২টি মন্তব্য:

  1. সন্দেহাতিত ভাবে দারুন একটি কবিতা।

    কুকুরের চোখে দাড়ি নিয়ে মুখে
    মেরেছে বাঙ্গালী যারা,
    কী সাহসে হায় আজকে হাঁকায়
    আল্লাহু আক্‌বার তারা?

    একেবারে মনের কথাটা বলেছেন ভাই....

    মামুন, আপনার অসাধারন বহুমুথী প্রতীভায় আমি ক্ষনে ক্ষনে মুগ্ধ হই...

    - তাহসিন

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য

    উত্তরমুছুন