পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৪ জানুয়ারী, ২০০৯

লাশ

সামনে পড়ে আছে
একটা লাশ।
শেয়ালের আক্রমনে ক্ষত-বিক্ষত
একটা লাশ।
কাঁদায় লেপ্টা-লেপ্টি হয়ে
সামনে পড়ে আছে
একটা লাশ।
বিবস্ত্র, উৎকট গন্ধে
সামনে পড়ে আছে
একটা লাশ।
নামহীন, পরিচয়হীন,
ধর্মহীন, বর্ণহীন
একটা লাশ।

লাশটি পড়ে আছে রাস্তার ধারে।
পাশের রাস্তায় মানুষের ভীড়।
বালক, শিশু, বৃদ্ধ সবাই
এসেছে লাশ দেখতে।
ধ্রুব ঠিকানা মাটির উপর
পড়ে থাকা একটা লাশ।
ভদ্র লোকেদের কারও কারও নাসিকা
দামী রুমালে ঢাকা।
তাদের চোখে মমতা নেই, শোক নেই-
তাদের দৃষ্টিতে বিস্ময় আর
কৌতুহল।
সার্কাসের ভালুক দেখে ছোট
শিশুরা যেই বিস্ময় আর
কৌতুহলে তাকায়-
সেই একই চোখে তাকানো
এই মানুষেরা।
প্রাণহীন এ দেহ-
একটা লাশ,
এক্ষনে অবহেলা ও উপভোগের
বস্তু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন