পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০০৯

নির্বোধ

হে নির্বোধগন!
কতিপয় কৃষ্ঞ বর্ণ লাগি
ঝরালে শোণিত তব
রাজপথের 'পরে-
কিসের তরে?

হে নির্বোধগণ!
নেতার বজ্রকণ্ঠস্বর করে শ্রবন
জেগে উঠলে উন্মত্তের ন্যায়,
কাটালে বিনিদ্র রাত্তির শত,
ঝড়-ঝঞ্জা পেছনে ফেলি।
প্রাণের মায়া ত্যাগ করে
রইলে দাঁড়ায়ে অস্ত্রের সুমুখে।

হে নির্বোধগণ!
মৃত্যুকে অবলীলায় হাসিমুখে
করলে বরণ,
হারালে ভগ্নি, ভ্রাতা,
প্রাণের স্বজন।
বুকের রক্তে করলে সিক্ত
সবুজ তৃণ-লতা,
নিয়েছ বিদায় হয়েছ রিক্ত।

হে নির্বোধগণ!
একবার, শুধু একবার
এসে দেখে যাও-
এ জাতির কাছে তোমরা
কেবল সার্কাসের সং
ছাড়া আর কিছু নও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন