পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০০৯

স্বপ্ন

সবুজ ওড়না বাতাসে উড়ছে,
মৃদু গন্ধ হাওয়ায় ভাসে- পাখিরা নীরব।
রোদের ছোঁয়ায় জল ঝিকিমিকি।
সফেদ মেঘেরা নীল আকাশে।

কেগো তুমি ঐ তৃণ 'পরে-
বন্ধ করে আঁখি ভাবিছ কী মনে?
আসমানী বস্ত্রে আবৃত তনু-
মৃদু হাওয়ায় উড়ছে কেশ ললাটে।

আলতা পরা পায়ে নূপুর নীরব;
ঘাসফুল বুকে নিয়ে-
বন্ধ করে আঁখি ভাবিছ কী মনে?
উদোম দুটো হাত মাথার পেছনে।
কৌতুহল ভরা দৃষ্টিতে শালিক তাকিয়ে তোমার পানে-
উষ্ঞ নিঃশ্বাসে ভাবিছ কী মনে?
রাজহংস নেমেছে জলে, মাছরাঙা চঞ্চল,
ঢেউ উঠে জলকণায়-
বন্ধ করে আঁখি ভাবিছ কী মনে?
কেগো তুমি ঐ তৃণ 'পরে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন