পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০০৯

পেন্ডুলাম

ক্ষণিকের অনিশ্চিৎ মুহুর্তগুলো পার
হয়ে যায়। আর স্পর্শের
বাইরে চলে যায় ক্রমশ।
নাগাল পাওয়া যায়না এখন
হাত বাড়ালেই আর।

ঘড়ির কাটা টিক-টিক করে
ছুটে চলে; কিন্তু শব্দ হয়না।
দেয়ালে টাঙানো বিরাটকায়
দেয়াল ঘড়ির ঘন্টা বেজে উঠে
ঢং ঢং করে, অসময়ে।
সেকেন্ডের কাটা
দ্রুত, আরও দ্রুত চলতে থাকে;
কিন্তু মিনিটের কাটা অগ্রসর
হয়না এক মাইক্রনও।

পরিপূর্ণ অনিশ্চয়তার মাঝে
দোল খেতে থাকে মূহুর্তগুলো।
এপাশ-ওপাশ করতে
থাকে অনবরত।
দু'পাশের দৃঢ় বাহুকে
অবলম্বন করে একই দিকে অগ্রসর
হওয়া সম্ভব হয় না আর।
কেবল দুলতে থাকে,
আর দুলতেই থাকে।
-যেন জীবনটা
পরিপূর্ণ পেন্ডুলাম এক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন